নতুন ভোটার হতে যা লাগবেঃ
১. বয়স ১৮ বৎসর হতে হবে (বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত জন্ম তারিখ অনুযায়ী)।
২. অনলাইন জন্মসনদ।
৩. পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
৪. স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (বিবাহিতদের ক্ষেত্রে)।
৫. পাসপোর্টের ফটোকপি (প্রবাসী/পাসপোর্টধারীদের ক্ষেত্রে)।
৬. চৌকিদারী/হোল্ডিং ট্যাক্স/বাড়িভাড়া রশিদ।
৭. ইউটিলিটি (বিদ্যুৎ/গ্যাস/পানি ইত্যাদি) বিলের ফটোকপি (যদি থাকে)।
৮. অঙ্গীকারনামা (প্রযোজ্য ক্ষেত্রে)।
৯. ইউনিয়ন/পৌরসভা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ত্ব সনদ।
১০. সার্ভিস বহি/পেনশন বহির ফটোকপি (সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে)।
ভোটার স্থানান্তর হতে যা লাগবেঃ
1. ভোটার স্থানান্তর আবেদন ফরম (ফরম-১৩) পূরন করতে হবে।
2. অনলাইন চেয়ারম্যান সনদ।
3. পৌর মেয়র / চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র।
4. চৌকিদারি রশিদ/বাড়ী ভাড়া/ হোল্ডিং ট্যাক্সের রশিদ।
5. ইউটিলিটি (বিদ্যুৎ/গ্যাস/পানি ইত্যাদি) বিলের ফটোকপি (যদি থাকে)।
6. চৌকিদারী/হোল্ডিং ট্যাক্স/বাড়িভাড়া রশিদ।
7. আবেদনকারীর পরিবারের যে কোন একজনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (আবেদনকারী যে এলাকায় ভোটার স্থানান্তর হতে ইচ্ছুক অবশ্যই সে এলাকার হতে হবে।
8. আবেদন ফরম (ফরম-১৩) এ সনাক্তকারী সংশ্লিষ্ট ওয়ার্ডের পুরষ/মহিলা মেম্বার/কাউন্সিলর হতে হবে (নির্ধারিত স্থানে জাতীয় পরিচয়পত্র নম্বর, ঠিকানা, সাক্ষর ও সীল অবশ্যই থাকতে হবে।
9. আবেদনকারী স্বশরীরে উপস্থিত হয়ে আবেদন জমা দিতে হবে।
মৃত ভোটারের নাম কর্তনঃ
১. ভোটার কর্তণ ফরম (ফরম-১২) পূরণ করতে হবে এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের সাধারণ সদস্য / সংরক্ষিত মহিলা সদস্য কর্তক স্বাক্ষরিত হতে হবে।
২. অনলাইন মৃত্যু সনদ (স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভা হতে ইস্যুকৃত)।
৩. তথ্য প্রদানকারীর আইডি কার্ডের ফটোকপি (অবশ্যই মৃত ব্যক্তির পরিবারের সদস্য হতে হবে।
৪. মৃত ব্যক্তির আইডি কার্ডের ফটোকপি (যদি থাকে) / ভোটার নম্বর।
জাতীয় পরিচয়পত্রের তথ্য উপাত্ত সংশোধনঃ
১. শিক্ষাগত যোগ্যতার সনদ (শিক্ষাবোর্ড/ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত)।
২. পাসপোর্ট (অবশ্যই জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের পূর্বে হতে হবে)।
৩. অনলাইন জন্ম সনদ।
৪. হলফনামা (প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত)।
৫. সার্ভিসবুক/এমপিও/সংশ্লিষ্ট দলিলাদির ফটোকপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক সত্যায়িত (চাকুরিজীবীগণের ক্ষেত্রে)।
৬. অফিস স্মারকে প্রত্যয়ন
[চাকুরিজীবীগণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রত্যয়ন।
পেনশনদারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক/হিসাব রক্ষণ অফিসার কর্তক।
অবশ্যই প্রত্যয়ন প্রদানকারীর মোবাইল নম্বর উল্লেখ থাকতে হবে।]
৭. পেনশন বহির ফটোকপি (পেনশনদারীদের ক্ষেত্রে)
৮. পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
৯.নাগরিকত্ব সনদ/ইউটিলিটি বিল (প্রযোজ্য ক্ষেত্রে)।
১০.কাবিননামা / বিবাহ সনদ (স্বামী/স্ত্রীর নাম অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে)।
১১.তালাকনামা (স্বামী/স্ত্রীর নাম কর্তন করার ক্ষেত্রে)।
১২.ক্ষমা প্রার্থনার আবেদন (অপ্রাপ্ত বয়সে জাতীয় পরিচয়পত্র করেছিল এমন ক্ষেত্রে)।
১৩.স্বাক্ষরশীট / স্বাক্ষরের প্রামানিক দলিল (স্বাক্ষর পরিবর্তনের ক্ষেত্রে)।
১৪.ট্রেজারী চালান/ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/মোবাইল ব্যাকিং এর মাধ্যমে ফি প্রদানের প্রমানপত্র।
[বিঃ দ্রঃ চাহিত সংশোধনীর ক্ষেত্রে প্রযোজ্য দলিল দাখিল করতে হবে।]
হারানো জাতীয় পরিচয়পত্র উত্তোলনঃ
১. পূরণকৃত হারানো আবেদন ফরম (ফরম-৬)।
২. সাধারণ ডায়েরী (জিডি) এর মূল কপি (সাধারণ ডায়েরীতে অবশ্যই জাতীয় পরিচয়পত্র নম্বর/ভোটার নম্বর থাকতে হবে)।
৩. ট্রেজারী চালান/ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/মোবাইল ব্যাকিং এর মাধ্যমে ফি প্রদানের প্রমানপত্র।
৪. অনলাইন জন্মসনদ (যদি থাকে)।
৫. পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (যদি থাকে)।
৬. স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (যদি থাকে)।
৭. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি/ভোটার তালিকার ফটোকপি (যদি থাকে)।
নষ্ট/স্থানান্তরিত জাতীয় পরিচয়পত্র উত্তোলনঃ
১.পূরণকৃত হারানো আবেদন ফরম (ফরম-৬)।
২.আবেদনকারীর মূল জাতীয় পরিচয়পত্র।
৩.ট্রেজারী চালান/ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/মোবাইল ব্যাকিং এর মাধ্যমে ফি প্রদানের প্রমানপত্র।
৪.অনলাইন জন্মসনদ (যদি থাকে)।
জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত ফি জমাদানের কোডঃ
ফিঃ ১-০৬০১-০০০১-১৮৪৭
ভ্যাটঃ ১-১১৩৩-০০৪০-০৩১১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস